মুমিনের জীবনে শোকর ও সবর -আবদুস শহীদ নাসিম (বইটি PDF ডাউনলোড করুন)
শোকর ও সবর গুরুত্বপূর্ণ দুটি ইবাদত। আমাদের স্মরণ রাখতে হবে, সমস্ত নিয়ামতের দাতা একমাত্র আল্লাহ এবং বিপদাপদ ও দুঃখকষ্ট তারই পক্ষ থেকে আসে। সুতরাং আমাদের দায়িত্ব হলো নিয়ামত পেলে শোকর করা আর কোনো বিপদের সম্মুখীন হলে ধৈর্য ধারণ করা। কারণ, মুমিনের বৈশিষ্ট্য হলো কোনো নিয়ামত অর্জন হলে যেমন সে আল্লাহকে ভুলে যায় না তদ্রুপ কোনো বিপদ এলেও অস্থির হয়ে পড়ে না; বরং উভয় অবস্থায় আল্লাহর দিকেই ধাবিত হয়। সুতরাং আল্লাহ যদি আমাদের কোনো নিয়ামত দান করেন তখন আমরা আল্লাহর শোকর আদায় করব। আল কোরআনে আল্লাহ বলেন, ‘যদি তোমরা শোকর আদায় কর তাহলে তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেব আর যদি শোকর আদায় না কর তাহলে নিশ্চয় আমার শাস্তি হবে কঠোর।’ সূরা ইবরাহিম, আয়াত ৭। শোকর আমরা যেমন মৌখিকভাবে আদায় করব সেইসঙ্গে প্রতিটি নিয়ামতের যে হক রয়েছে সে হক পূরণ করাও শোকরের অন্তর্ভুক্ত। যেমন ধরুন আল্লাহ আমাদের দুটো চক্ষু দিয়েছেন। এর শোকর যেমন মৌখিকভাবে আদায় করব আল্লাহ! কত মানুষের চোখ নেই আপনি আমাকে সেই নিয়ামত দিয়ে ধন্য করেছেন এজন্য আপনার শোকর আদায় করছি আলহামদুলিল্লাহ! এটা হলো মৌখিক শোকর। আর সঙ্গে সঙ্গে চোখের হক আদায় করাও চোখের শোকর। চোখের হক হলো যা কিছু দেখতে আল্লাহ নিষেধ করেছেন তা না দেখা যেমন গায়রে মাহরাম নারী (পরনারী), এটা হলো শোকরে আমলি। এমনিভাবে প্রতিটি নিয়ামতের ক্ষেত্রেই এমন করা উচিত। যেমন মৌখিক শোকর আদায় করা উচিত সঙ্গে সঙ্গে আমলি শোকরও আদায় করা উচিত।
- নাম : মুমিনের জীবনে শোকর ও সবর
- লেখক: আবদুস শহীদ নাসিম
- প্রকাশনী: : বর্ণালি বুক সেন্টার
- পৃষ্ঠা সংখ্যা : 15
- ভাষা : bangla
- ISBN : 9789846451078
- প্রথম প্রকাশ: October, 2015
- মূল্য : ২২ টাকা মাত্র
No comments
Thank you