মা বাবা ও আজকের সমাজ -মুকররম বিন মহসিন মাদানী (PDF ডাউনলোড করুন)

ধর্মীয় শিক্ষা না থাকার কারণেই পিতা-মাতা ও সন্তানের মাঝে তেমন সম্পর্ক নেই। বাবা মা কোন কথা বললে সন্তানের ভাল লাগে না,গুরুত্ব পায় না। অথচ আল্লাহর সন্তুষ্টি পাওয়ার যত গুলো মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম হল পিতা-মাতা। আল্লাহর ইবাদতের পরই পিতা-মাতার প্রতি সদ্ব্যবহারকে স্থান দেয়া হয়েছে। এছাড়া পিতা-মাতার সন্তুষ্টি -অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি-অসন্তুষ্টি নিহিত রয়েছে। এজন্য  ইসলাম পিতা মাতার খেদমতের ব্যপারে সুস্পষ্ট দিক-নির্দেশনা প্রদান করেছে। ইসলামতাদের সাথে নরম ভাষায় ও হাসিমুখে কথা বলা, তাদের সম্মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখা, তাদের সেবা-যত্ন করা, তাদেরকে কোনভাবেই কষ্ট না দেয়া এবং তারা অসম্মানিত হয় এমন ধরনের সকল কথা ও কাজ থেকে সর্বদা
বিরত থাকার জন ̈ বিশেষভাবে তাকীদ দিয়েছে।
অনুরূপ পিতা-মাতাকেও সন্তানের ব্যপারে দায়িত্বহীন করা হয়নি। বরং তাদেরও রয়েছে  গুরু দায়িত্ব। সন্তানকে সঠিকভাবে লালন-পালন করা, ধর্মীয় পরিবেশে গড়ে তোলা, শৈশবকাল থেকেই ইসলামী আক্বীদা ও আমল-আখলাক্ব শিক্ষা দেয়া। শিরক-বিদ‘আতের ভয়াবহতা সম্পর্কে অবগত করানো। তাদেরকে চরিত্রবান হিসাবে গড়ে তোলা এবং অহিভিত্তিক জীবন-যাপনের জন ̈ কুরআন ও ছহীহ হাদীছের কর্মসূচী বাস্তবায়নের ব্যপারে প্রশিক্ষণ প্রদান করা। সর্বদা মনে রাখতে হবে যে, আপনার ছোট্ট সোনামণিই ভবিষ্যত জাতির কর্ণধার। তাই তাদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে, যাতে করে তারা প্রতিকুল পরিস্তিথিতেও হক্বের উপর দৃঢ়ভাবে অবিচল থাকতে পারে এবং সফলতার উচ্চ শিখরে আরোহণ করতে পারে।


বইয়ের নামঃ মা বাবা ও আজকের সমাজ 
লেখকঃমুকররম বিন মহসিন মাদানী
প্রকাশকালঃ এপ্রিল ২০১৯
আছ ছিরাত প্রকাশনী
মূল্যঃ ১৪০ টাকা

বর্তমান সমাজে মা বাবার সন্তানের প্রতি এবং সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে, বইটির PDF পেতে ক্লিক এখানে ডাউনলোড করুন ।

No comments

Thank you

Theme images by cstar55. Powered by Blogger.