বর্তমান বিশ্ব, জুম এ্যাপস ও আমাদের শিক্ষার্থীরা !

মোঃসাহাব উদ্দিনঃ-

সারাবিশ্বে করোনা মহামারিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে আড়াই লাাখের বেশি । এরই মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ভাবছে নিজেদের সুনাম খ্যাতি আর ক্রেডিটের কথা। কে কি করল কোন প্রতিষ্ঠান কি করছে এর মধ্যে তারা নেমেছে প্রতিযোগীতায়।
লকডাউনের বাস্তবতায় বিশ্বজুড়েই অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আর এর জন্য অনেক ক্ষেত্রেই শিক্ষকরা ব্যবহার করছেন জুম ভিডিও কনফারেন্সিং অ্যাপটি।



সিঙ্গাপুরে লকডাউনের মধ্যেই শিক্ষকরা জুমে পাঠ নেওয়ার সময় ঘটেছে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা।  ভূগোল পাঠের সময় ভিডিও কনফারেন্সে পর্দায় দেখানো হচ্ছে 'অশালীন ছবি' এবং অপরিচিত কেউ এসে 'অশ্লীল মন্তব্য' করার ঘটনাও ঘটেছে বলে  বার্তাসংস্থা রয়টার্স উল্লেখ করেছে প্রতিবেদনে।
তার পর থেকে সে দেশে নিরাপত্তার কথা চিন্তা করে জুম ভিডিও কনফারেন্সিং অ্যাপটি বন্ধ করা হয়।

ইতোমধ্যে জুম অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ান এবং জার্মানি। নিরাপত্তার কারণে মামলাও হয়েছে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন না থাকায় এবং ‘জুমবম্বিংয়ের’ কারণে বিশ্বজুড়েই সমালোচনার মধ্যে রয়েছে লকডাউনের মধ্যে অসম্ভব জনপ্রিয়তা পাওয়া ভিডিও কনফারেন্সিং এই সেবা। ত্রুটির কারণে আমন্ত্রিত নন এমন গ্রাহকও সভায় ঢুকে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।
ভারতে অফিসের গুরুত্বপূর্ণ মিটিং বা গোপন মিটিং করার ক্ষেত্রে ‘জুম’ অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। ‘জুম’ মিটিং অ্যাপ ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয়। এবার সরকার জানিয়ে দিল, ভিডিও বৈঠক করার জন্য নিরাপদ নয় এই অ্যাপ। এই অ্যাপটির নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
বিশ্বের বিভিন্ন দেশ যখন এই জুম এ্যাপস নিয়ে হিমশিম খাচ্ছে সেখানে আমাদের দেশের বিভিন্ন প্রাইভেট কলেজ ,বিশ্ববিদ্যালয়, সংগঠন নাকি যথেষ্ট সন্তুষ্ট !
আমাদের দেশে লক ডাউন শুরু হলে বেশিরভাগ শিক্ষার্থী তারা গ্রামে নিজ বাড়িতে অবস্থান করতেছে, এরই মধ্যে কিছু প্রাইভেট কলেজ এবং বিশ্ববিদ্যালয়
তাদের সিলেবাস এগিয়ে রাখার জন্য অনলাইন ভিত্তিক ক্লাশ চালু করেছে । আমদেরে দেশে এখন পযর্ন্ত কথা বলার টেওয়ার্ক ঠিকমত পায় না,  কথা বলতে হলে এখনো অনেক গ্রাম বা শহরেও যেতে হয় ফাকা কোন স্থানে, যখানে ২ জি ঠিকমত পাওয়া যায় না, সেখানে আমাদের দেশে ৪জি সমৃদ্ধ জুম এ্যাপসে ক্লাশ কিভাবে বাস্তবায়না সম্ভব? সবাই তো আর শহরের বাসিন্দা না। গরীবের ঘোড়া রোগ বললে ভুল হবে না।
এই অনলাইন ক্লাশে আসলে শিক্ষার্থীরা কতটুকু উপকৃত হচ্ছে তা জানিনা, তবে এসব থেকে কিছু ছাত্ররা ইতমধ্যে ট্রল করে আমদের অনেক কিছু শিক্ষা দিচ্ছে।  আসলে এই লকডাউনের মধ্যে দেশের অবস্থা সরকার ভালভাবে জানে, শিক্ষা বিষয়ে ও সে অবহিত যেখানে এবারের এইচ এস সি পরীক্ষা অনিশ্চিত সেখানে আমরা আমাদের সেমিস্টার, আমাদের শিক্ষার্থীদের কথা ভাবছি! আমরা তাদের নিয়মিত খোজ নিতে পারি,অভিবাবকের খোজ নিতে পারি তাদের সাহায্য করতে পারি।

আসলে কেন অনলাইন ক্লাশ নিয়ে ট্রল করবেনা, জুম এ্যাপসটি চালাতে ল্যাপটপ বা হাই কনফিগারের এ্যানড্রয়েড ফোন প্রয়োজন,  ১জিবি র‌্যাম বা এ্যানড্রয়েড ভার্সন ৬/৭ এমন কনফিগার দিয়ে জুম চালানো যাবে না ব্যাটারি ব্যাকআপ ভাল হতে হবে অন্যথায় ফোন হ্যাঙ হবে ,গরম হবে ব্যাটারি আয়ুষ্কাল কমে যাবে।  নেটওয়ার্ক উচ্চ ক্ষমতা সম্পন্ন হতে হবে, ৪জি নন স্টপ বা ওয়াইফাই হলে ভাল হয়। সারাদেশের মার্কেট ,দোকানপাট ব্ন্ধ, সীমিত আকারে কিছু খোলা থাকলেও সব সময় না ,ফোন রিচার্জ করতে অনেক জায়গায় ২/৩ মাইল হাঁটতে হয়।  আর দেশের অনেক স্থানে বিশেষ করে গ্রামে বা শহরের ও অনেক স্থানে ভাল নেটওয়ার্ক পাওয়া যায়না যদি আপনি ডাটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে ঘর থেকে বাইরে যেতে হবে , তখন কি সে নেট খুজবে নাকি পড়াশুনায় মননিবেশ করবে ? নয়তো আপনার ছবি তারা দেখবে, আপনি তাদের দেখতে পাবেন না অথচ লাইভে কিন্তু আপনি ক্লাশ নিচ্ছেন নয়তো ট্রল হয়ে যাবেন।

এখন দেখা যাক আমাদের দেশে চলে বিভিন্ন মোবাইল কোম্পানির অফার আর বেশির ভাগ শিক্ষার্থীরা সে সকল অফারে ডাটা কিনে চালায়, প্রোফেশনাল ভাবে কতজন তারা নেট ইউজ করে? অনেকে তো ফ্রি ফেসবুক, মেসেন্জার চালায় ! আর ওয়াইফাই বা ব্রডব্যান্ড কত জনের বাড়ি আছে? আমাদের দেশের বেশির ভাগ শিক্ষার্থী গরীব মধ্যবিত্ত, অনেকের তো ষ্মার্ট ফোনই নাই ,সেখানে অনলাইন ক্লাশ! এই লক ডাউনের মধ্যে যেখানে দুবেলা দুমুঠো খাবার জোটে না অেনেক পরিবারে ,সব চেয়ে কষ্ট আসলে মধ্যবিত্তদেরই তারা পারেনা কিছু চাইতে, পায়না কোন সাহায্য সহযোগীতা ।  অনেকপ্রাইভেট কলেজ বিশ্ববিদ্যালয়  তো শিক্ষা প্রদানের নামে ব্যবসা  করতেছে, এটা সমাজ সেবা মুলক কাজ ঠিক আছে আপনার যদি ব্যবসাই না হয় তবে বন্ধ করে দেন । এই লকডাউনে আর এই অবস্থায় আপনারা তাদের খোজ খবর নেব তাদের পাশে থাকেন এই কামনা করব।

5 comments:

Thank you

Theme images by cstar55. Powered by Blogger.