দাঁত তুললে কি চোখের কোন ক্ষতি হয় ? Is any damage to the eyes when Extraction teeth? Bangla।।

দাঁত তুললে কি চোখের কোন ক্ষতি হয় ? Is any damage to the eyes when Extraction teeth? Bangla।।


দাঁত তুললে কি চোখের ক্ষতি হয়?

আক্কেল দাঁত,দাঁতের ক্ষয়,পালপাইটিস(Pulpitis) বিভিন্ন কারনে দাঁত তোলার প্রয়োজন হতে পারে।

এর সাথেই আসে একটি প্রশ্ন “দাঁত তুললে কি চোখের ক্ষতি হয়?”

আর সেই দাঁত যদি হয় উপরের মাড়ির তবে তো অবশ্যই এই প্রশ্ন আসে।

আসলে এই ধারনাটি এসেছে দাঁতের পালপাইটিস(Pulpitis) এর কারনে।সাধারনত উপরের মাড়ির(Maxillary tooth) দাঁতে পালপাইটিস(Pulpitis) হলে এই ব্যথা চোখের চারপাশ পর্যন্ত ছড়িয়ে যায়।আর এ থেকেই সবার ধারনা হয় যে,দাঁতের সাথে চোখের সর্ম্পক আছে।এছাড়া উপরের মাড়ির দাঁতের গোড়াগুলি চোখের কাছাকাছি থাকে,তাই রোগীদের সন্দেহ আরও বাড়ে।

দাঁত ও চোখের সর্ম্পকঃ

বস্তুত দাঁত ও চোখের মধ্যে কোন সর্ম্পক নেই।এদের স্নায়ুতন্ত্র ও রক্ত প্রবাহ আলাদা ও স্বতন্ত্র।

চোখের স্নায়ু প্রবাহঃ অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ(Opthalmic division of trigeminal narve)

চোখের রক্ত প্রবাহঃ অপথালমিক(Opthalmic) এবং লক্রিমাল(Lacrimal) আর্টারি

অপর দিকে, দাঁতের স্নায়ু প্রবাহঃ

উপরের মাড়ির দাঁতের; অ্যান্টিরিওর,পোস্টেরিওর ও মিডল সুপিরিওর নার্ভ(Anterior,Posterior & Middle Superior narve).

নিচের মাড়ির দাতে; ইনফিরিওর অ্যাল্ভিওলার নার্ভ ব্রাঞ্চ অব ম্যান্ডিবুলার নার্ভ(Inferior Alveolar narve branch of mandibular narve)

দাঁতের রক্ত প্রবাহঃ ইনফ্রাঅরবিটাল আর্টারি(Infra-orbital artery) এবং পোস্টরিওর সুপিরিওর আর্টারি(Posterior Superior artery)

নিচের মাড়ির দাতে; ইনফেরিওর এল্ভিওলার আর্টারি(Inferior alveolar artery)

সুতরাং দেখা যাচ্ছে যে,দাত ও চোখ দুটি ভিন্ন ভিন্ন গঠনে সজ্জিত।তাই দাঁত তুললে চোখের ক্ষতি হবে ধারনাটি সম্পুর্ন ভ্রান্ত।





No comments

Thank you

Theme images by cstar55. Powered by Blogger.