Dental braces process before and after. Orthodontics Treatments।আঁকা-বাঁকা দাঁতের চিকিৎসা পদ্ধতি।
Dental braces process before and after. Orthodontics Treatments।আঁকা-বাঁকা দাঁতের চিকিৎসা পদ্ধতি।
#Dental_braces #Orthodontics #Dental_Treatment @ABC HealthBD Dental braces process before and after. Orthodontics Treatments।আঁকা-বাঁকা দাঁতের চিকিৎসা পদ্ধতি। Follow us : www.facebook.com/kns365Action ***************************** Orthodontics, orthodontics braces process, Orthodontics appliances, Orthodontics treatments, Orthodontics treatments in Bangladesh, Orthodontics cost, Orthodontics before after, Orthodontics retainer, Orthodontics treatment animation, dental braces, dental braces before and after, dental braces process, dental braces for teeth alignment, teeth mal alignment, teeth mal alignment treatment, invisible braces, braces benefits, ***************************************************************************** দাঁতের গঠন এবড়োখেবড়ো হলে মুখের গঠনও বদলে যায়৷ হাসলে কদাকার লাগে৷ খাবার খাওয়ার পর তা দাঁতের ফাঁকে আটকে থাকে প্রায়শই৷ ব্রাশ দাঁতের প্রতিটি কোণায় পৌঁছয় না৷ দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার থেকে পরবর্তীকালে দেখা দিতে পারে ক্যাভিটি বা ক্ষয়৷ মাড়ির অসুখ হওয়ার আশঙ্কা বেড়ে যায়৷ দাঁতের গঠন এবড়োখেবড়ো এমন যে কেউ কোনও অর্থোডন্টিস্টের পরামর্শ নিয়ে এই চিকিত্সা করাতে পারেন৷ তবে বয়স দশ বছরের উর্দ্ধে হতে হবে৷ কারণ, দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত ওঠা অবধি ডাক্তাররা অপেক্ষা করার পরামর্শ দেন৷ নতুন দাঁতও যদি এবড়ো-খেবড়ো ভাবে ওঠে, তবেই ট্রিটমেন্ট শুরু হয়৷ দশ বছরের ওপরে যে কোনও বয়সে এই চিকিত্সা করা সম্ভব৷ পরিণত বয়স্কদের ক্ষেত্রেও এই চিকিত্সা সম্ভবপর হয়েছে৷ এবড়ো-খেবড়ো দাঁদের গঠনকে সোজা করার পদ্ধতিকেই অর্থোডনটিক ট্রিটমেন্ট বলে৷ এই চিকিত্সা পদ্ধতি প্রায় একশ বছরের প্রাচীন৷ সেই সময় থেকে এই চিকিত্সা পদ্ধতিই ধীরে ধীরে মডিফাই হয়ে উন্নত হয়েছে৷ তবে এডওয়ার্ড এঞ্জেসকে মূলত এই চিকিত্সার জনক হিসেবে মানা হয়৷ এতে সার্জারি বা রক্তপাতের মতো কোনও ভয় নেই৷ শুধুমাত্র ব্রেসের মাধ্যমেই এর চিকিত্সা করা হয়৷ ব্রেসিং পদ্ধতি উপর ও নীচের চোয়ালের দাঁতের সারিতে মেটাল বা সেরামিকের তৈরি তারের ব্রেস বা ক্লিপ বসানো হয়৷ দাঁত ও চোয়ালের গঠন অনুযায়ী ওই ব্রেস তৈরি করা হয়৷ দাঁতের সঙ্গে স্থায়ীভাবে বসানো থাকে এটি৷ খোলাপড়ার ঝামেলা নেই৷ গোটা পদ্ধতিটি একদিনেই সম্পন্ন হতে তিন থেকে চারটি অ্যাপয়েন্টমেন্ট। চিকিত্সার সময়সীমাঃ সমস্যার গুরুত্ব অনুযায়ী এর সময়সীমা নির্ধারিত হয়৷ তবে গড়পরতা দেড় থেকে দু’বছর লাগে দাঁতের গঠন স্বাভাবিক অবস্থায় ফেরাতে৷ চিকিত্সা চলাকালীন সমস্যাঃ ব্রেসের বসানোর পর দু থেকে পাঁচ দিন মুখের ভেতরের স্কিনে সামান্য ইরিটেশন বা জ্বালা ভাব থাকতে পারে৷ ব্রেসের সঙ্গে গালের ঘষা লেগে এই সমস্যা হয়৷ কয়েকদিন বাদে অবশ্য তা ঠিক হয়ে যায় এবং মুখের ভিতরে অস্বস্তিকর কিছু বোধ হয় না৷
No comments
Thank you