কয়রায় আম্ফানে ক্ষতিগ্রস্থদের নোনা পানির মধ্যে ঈদের জামাত।

খুলনার কয়রা উপজেলা বিভাগের একেবারে দক্ষিনে অবস্থিত, উপকূলবর্তী এই জনপদ আবার ঠিকই দাঁড়িয়ে উঠবে। স্বাভাবিক জীবনে অভ্যস্থ হয়ে যাবে মানুষ। কিন্তু বানভাসী ও উপকূলীয় জনপদের পরবর্তী প্রজন্মের কাছে এই ছবিগুলো ইতিহাসে অনন্য নজির ও প্রেরণা হিসেবে থাকবে। এখান থেকে তারা লড়াই করার ও টিকে থাকার শক্তি পাবে ইনশাআল্লাহ।

আম্পানে লন্ডভন্ড কয়রা উপজেলায় ভাঙ্গন কবলিত এলাকায় কাজের বিরতিতে লোনাপানির মধ্যে দাড়িয়ে ঈদের নামাজ আদায় করছেন জনসাধারণ। ঈদের নামাজ ইমামতি করেন কয়রা উপজেলার জনপ্রিয় নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাওলানা আ. খ. ম. তমিজউদ্দীন। জনগনের কাতারে মুসল্লী হিসেবে নামাজ আদায় করছেন কয়রার বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম সহ স্বেচ্ছাসেবী জনগণ। 

ছবিঃ সংগ্রহীত 

No comments

Thank you

Theme images by cstar55. Powered by Blogger.