সিয়াম সাধনার উদ্দেশ্য

রমযানের পুরো একমাস রোযা রাখার উদ্দেশ্য প্রসংগে মহান আল্লাহ বলেন:


আল্লাহর সম্পর্কে সতর্ক  সচেতন হওয়ার উদ্দেশ্যে:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
অর্থ: তোমাদের জন্যে লিখে (ফরয করে) দেয়া হয়েছে সওম (রোযা), করে তোমরা আল্লাহর সম্পর্কে সতর্ক হও । (আল কুরআন ২: ১৮৩)

আল্লাহ প্রদত্ত গাইডেন্সের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রচার  প্রকাশের উদ্দেশ্য:
وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ
অর্থ: এবং যাতে করে (কুরআন নাযিল করে তোমাদের জীবন যাপন ব্যবস্থা প্রদানের জন্যে) তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করো । (আল কুরআন ২:১৮৫)

কুরআন নাযিলের  জন্যে আল্লাহর শোকরিয়া আদায়ের উদ্দেশ্যঃ
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
“আর যেন তোমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো ।” (আল কুরআন ২:১৮৫) অর্থাৎ কুরআন নাযিল করে তোমাদের সামনে সত্য-মিথ্যার পথ সুস্পষ্ট করে তুলে ধরা এবং সত্য ও মুক্তির পথ প্রমাণসহ স্পষ্ট করে দেয়ার আদায় করো ।

No comments

Thank you

Theme images by cstar55. Powered by Blogger.