আওয়াল কালের সওদাগর--পল্লীগীতি
আওয়াল কালের সওদাগর
না খাওয়াইলা দুধের সরো রে,
না খাওয়াইলা নাইরকেল ভাঙ্গা পানি,
ও মোর সওদাগর,
তোর সাথে আমি বাণিজ্যে যাবো,
ও মোর সওদাগর,
তোর সাথে আমি বাণিজ্যে যাবো ।।
হিরু নিদীর কিরো ধর---
মধ্যে মধ্যে বালুর চর ও রে,
গহিন দেইখা চালাই তরি,
ও মোর সওদাগর,
তোর সাথে আমি বাণিজ্যে যাবো,
ও মোর সওদাগর,
তোর সাথে আমি বাণিজ্যে যাবো।।
বাপ ও মায়ের এমনি মন---
মাটি পাইরা নিলো কন ও রে,
বিহা দিলো নাক্কাল বুইরার সাথে,
ও মোর সওদাগর
তোর সাথে আমি বাণিজ্যে যাবো,
ও মোর সওদাগর,
তোর সাথে আমি বাণিজ্যে যাবো।।
ওরে আওয়াল কালের সওদাগর--
না খাবাইলা দুধের সরো রে,
না খাবাইলা নাইরকেল ভাঙ্গা পানি,
ও মোর সওদাগর,
তোর সাথে আমি বাণিজ্যে যাবো,
ও মোর সওদাগর,
তোর সাথে আমি বাণিজ্যে যাবো।
আওয়াল কালের সওদাগর--
না খাওয়াইলা দুধের সরো রে,
না খাওয়াইলা নাইরকেল ভাঙ্গা পানি,
ও মোর সওদাগর,
তোর সাথে আমি বাণিজ্যে যাবো,
ও মোর সওদাগর,
তোর সাথে আমি বাণিজ্যে যাবো ।।
হিরু নিদীর কিরো ধর---
মধ্যে মধ্যে বালুর চর ও রে,
গহিন দেইখা চালাই তরি,
ও মোর সওদাগর,
তোর সাথে আমি বাণিজ্যে যাবো,
ও মোর সওদাগর,
তোর সাথে আমি বাণিজ্যে যাবো।।
বাপ ও মায়ের এমনি মন---
মাটি পাইরা নিলো কন ও রে,
বিহা দিলো নাক্কাল বুইরার সাথে,
ও মোর সওদাগর
তোর সাথে আমি বাণিজ্যে যাবো,
ও মোর সওদাগর,
তোর সাথে আমি বাণিজ্যে যাবো।।
ওরে আওয়াল কালের সওদাগর--
না খাবাইলা দুধের সরো রে,
না খাবাইলা নাইরকেল ভাঙ্গা পানি,
ও মোর সওদাগর,
তোর সাথে আমি বাণিজ্যে যাবো,
ও মোর সওদাগর,
তোর সাথে আমি বাণিজ্যে যাবো।
No comments
Thank you