বিয়ের কনের গায়ে হলুদ বা গোসলের চিত্র ধারন করা কতটুকু ভাল দেখায়

বর্তমানে অনেক বেশি প্রচলিত হচ্ছে ফটোগ্রাফি! বিয়ে, জন্মদিন, ঘোরাঘুরি বা কোন স্মৃতিপট ধরে রাখতে ব্যবহার করে থাকি।  বেশিরভাগই আমরা মোবাইল ফটোগ্রাফার আর DSLR থাকলে তো কোন কথাই নেই।  
কিন্তু আমরা বিয়ে বা অন্য কোন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রায়ই লক্ষ্য করছি ব্যক্তিগত গোপনীয়তা (Personal privacy) রক্ষা হয় না। গায়ে হলুদ কিভাবে দিবে,কনের গোসল কিভাবে করাবে, পানি কিভাবে ঢালবে, মাথায় কি থাকবে, পানি স্লো ভাবে স্পাল্শ হয়ে পড়বে গায়ে আরো বিভিন্ন ঢং করে ছবি তোলা এবং ভিডিও ধারন করা হয়। একটা মেয়ে যখন বাড়িতে থাকে তখন সাত স্থরের বাথরুমে ঢুকে সাত ঘন্টা বসে গোসল করে আর বিয়ের সময় এসকল পর্দানমার্কা গোসল সিকে ওঠে।তখন উঠানে বা ছাদে বিভিন্ন মানুষের সামনে নিজেকে মেলে ধরে,পাড়ার সকল দিদি বৌদিরা, দাদার গেদুরা, সবাই সাবালক সবাই তার গালে হলুদের স্পর্শ করবে পানি ঢালবে, বিভিন্ন ঢংএ ছবি তুলবে ভিডিও করবে তখন কেমন দেখায়। যৌবন আসার পর ঘরের ভিতর গোসল করে যে ফয়দা কুড়াইলি তাতো একদিনে সবাইরে দেখাই দিলি।। 

বিদ্রঃ দিদিরা কিছু মনে করবেন না,,,  হলুদ শাড়ি বা সাদা ব্লাউজের উপর পানি ঢালার দৃশ্য সেরকম লাগে।।

No comments

Thank you

Theme images by cstar55. Powered by Blogger.