মৌলিক যৌন চাহিদা।

মানুষের মৌলিক চাহিদা গুলোঃ
খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা
এবং বিনোদন।
বিনোদন টা আবার দুই ভাগেরঃ
শারিরিক এবং মানসিক।
শারিরিক বিনোদন হলো মানুষের যৌন চাহিদা, কেহ গোপনে করে কেহ প্রকাশ্যে। 
মৌলিক চাহিদা বিনোদনের স্থানে যৌন চাহিদা সংযুক্ত করে দিক তাহলে শারিরিক, মানসিক সবদিকের বিনোদনই পাবে। 
তারা আসলে এই মৌলিক চাহিদা মেটানোর জন্য এমন ধর্ষন করে বেড়াচ্ছে। কিন্তু এই মৌলিক চাহিদা মেটানো যখন জোর করে, প্রকাশিত হয় তখন ধর্ষন, গোপনে যে ভ্রুণগুলো নষ্ট করেছিস সেটা কিন্তু ছিল মধুর মিলন! গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়।

সর্বপরি আল্লাহ মুনিনদের জিহ্বা এবং যৌন স্থানের হেফাজত করতে বলেছেন। আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলব।

No comments

Thank you

Theme images by cstar55. Powered by Blogger.