খুলনার মশিয়ালিতে ট্রিপল মার্ডার মামলার মুলহোতা জাকারিয়া , মিলটন ঢাকায় গ্রেফতার


খুলনার মশিয়ালিতে ট্রিপল মার্ডার মামলার মুলহোতা জাকারিয়া , মিলটন, ও রাজুকে ঢাকার মিরপুরের ১৮ তলা ভবনের একটি রুম থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে আটক করেছে কেএমপি ডিবি পুলিশ ।
এর আগে ১৮ জুলাই বিকেলে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দাতপুর গ্রাম থেকে মামলার অন্যতম আসামি শেখ জাফরিন হাসানকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া ১৭জুলাই যশোরের অভয়নগর থেকে আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মামলার প্রধান আসামি জাকারিয়ার শ্যালক আরমানকেও গ্রেপ্তার করা হয়।
গত ১৬ জুলাই মুজিবর নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ পুলিশের হাতে ধরিয়ে দেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-প্রচার সম্পাদক জাকারিয়া ও তার দুই ভাই খুলনা মহানগর ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি জাফরিন ও মিল্টন। মুজিবরের গ্রেফতার নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামের বেশ কয়েকজন জাকারিয়ার বাড়িতে এ বিষয়ে জিজ্ঞাসা করতে যান।
এ সময় জাকারিয়া ও তার লোকজনের সঙ্গে গ্রামবাসীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকারিয়া, জাফরিন ও মিল্টন তাদের ওপর গুলিবর্ষণ করেন। এতে নজরুল ইসলাম, গোলাম রসুল, সাইফুল ইসলাম, শামীম, রবি, সুজন, রানা ও খলিলসহ ৮/১০ জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম ও গোলাম রসুলকে মৃত ঘোষণা করেন।
আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম নামে আরও একজন মারা যান। ওই দিন রাত ২টার দিকে বিক্ষুব্ধ অপরপক্ষের গণপিটুনিতে জাকারিয়ার সহযোগী জাহিদ শেখ (৩০) মারা যান।
পরে নিহত সাইফুলের বাবা বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন।
No comments
Thank you