পশু মানুষ হতে পারে না, কিন্তু মানুষ খুব সহজেই পশু হতে পারে

  
কুকুর একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত অনুগত প্রানী । প্রাণীকুলের মধ্যে কুকুরের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক সুদূর অতীত থেকেই বহমান। বিশ্বস্ত ও অনুগত হিসেবে কুকুরের যেমন সুখ্যাতি আছে, তেমনি পোষা কুকুরের প্রতি মানুষের ভালোবাসার নজিরও অনেক। আর অনেকেই বলেন যে, পোষা কুকুরটি তাঁকে খুব ভালোই বোঝেন। কুকুরের মস্তিষ্কের ‘এমআরআই স্ক্যান’ করে পরিচালিত নতুন এক গবেষণার পর বিজ্ঞানীরা বলছেন, পোষা কুকুরের মালিকদের এ দাবির বৈজ্ঞানিক সত্যতা আছে। 

কুকুর তার মনিবের কোন বিপদ বা ক্ষতি দেখলে আগে থেকে সতর্ক করে দেয়, মানুষ ও তেমন কিন্তু কুকুর এতটাই নির্ভরযোগ্য তার প্রতি মানুষের একটা বিশ্বাস তৈরি হয়ে যায়, কিন্তু মানুষ কিছু কিছু ক্ষেত্রে তার বিপরিত, মালিকের টা চুষে খেতে পারলে ডানে বামে তাকায় না নুন্যতম কৃতজ্ঞতাবোধ ও মানুষের থাকেনা । 


No comments

Thank you

Theme images by cstar55. Powered by Blogger.