Dental cariese and prevention

ব্রাশ করার পাশাপাশি সঠিক খাবার খেলেই পেতে পারেন ঝকঝকে সাদা দাঁত



সাদা ঝকঝকে দাঁত চাইলে ওরাল হাইজিন বা মুখ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি খাবারের বিষয় যত্নবান হতে হবে। তাজা শাক-সবজি, লেবু জাতীয় ফল নিয়মিত খেতে হবে। ব্রিটেনের খ্যাতনামা দন্ত চিকিৎসক ডা. অ্যাথনি জাইবাৎজ এ কথা বলেছেন।

সাদা দাঁত চাইলে কড়া চা বা কফি, কোক জাতীয় তথাকথিত কোমল পানীয় খাওয়া কমাতে হবে। পান বা সাদা পাতা খাওয়া ছাড়তে হবে। এ ছাড়া, মদাসক্তির মতো নিষিদ্ধ সব বদঅভ্যাস ছাড়তে হবে।
লেবু জাতীয় ফল খাওয়ার সময় দাঁত পরিষ্কার হওয়ার কাজটিও হয়ে যায়। এ ছাড়া, আপেল, গাজার ফুলকপির মতো যে সব শাক-সবজি বা ফল চিবিয়ে খেতে হয় তাও দাঁতের উপকার করে।
এগুলো প্রাকৃতিক ব্রাশের মতো কাজ করে।অর্থাৎ দাঁতে দাগ ফেলে এমন খাবার কেবল বাদ দিলেই হবে না। বরং দাঁতকে পরিষ্কার এবং রক্ষা করতে সহায়তা করতে সাহায্য করে সে ধরণের খাবারও বেছে নিতে হবে।

চাবাতে হয় এমন খাবার দাঁতের মাড়ির উপকারে আসে। এতে মাড়ির রক্ত চলাচল বাড়ে, মালিশ দেয়ার মতো কাজ হয় শেষপর্যন্ত মাড়ি সুস্থ থাকে। দাঁতের জন্য উপকারী আরো কিছু খাবার আছে।
আশঁ বহুল সবজি মাড়ির প্রদাহ কমাতে সহায়তা করে। এ ছাড়া, আনারসেই কেবল পাওয়া যায় ব্রমেলেইন নামের একটি প্রাকৃতিক যৌগ। এ যৌগ দাঁতকে পরিষ্কার রাখতে এবং প্রদাহ কমাতে সহায়তা করে।

এ ছাড়া, দাঁতকে সুস্থ রাখার জন্য চাই ক্যালসিয়াম। দুধ বা দইয়ে ক্যালসিয়াম প্রচুর মাত্রায় থাকে সে কথা স্কুলের নিচের ক্লাসের ছাত্রছাত্রীরাও জানে। এ কথাটা জানলেই হবে না। নিয়মিত মানতেও হবে।
দাঁত ঝকেঝকে করার মানুষের এ ইচ্ছাটি বহু প্রাচীন। চার হাজার বছর আগে মিশরের ফেরাওরা প্রাকৃতিক ঝামা জাতীয় এক ধরণের পাথর চুর্ণের সঙ্গে সিরকা মিশিয়ে দাঁত মাজত।


1 comment:

Thank you

Theme images by cstar55. Powered by Blogger.