স্বামী স্ত্রীর মধ্যে দিন দিন আকর্ষন কমে যাচ্ছে – কিন্তু কেন ?




স্বামী স্ত্রীর মধ্যে দিন দিন আকর্ষন কমে যাচ্ছে – কিন্তু কেন ? বিশেষ করে বেশিরভাগ স্বামীই আগ্রহ হারিয়ে ফেলেন স্ত্রীর প্রতি আর আকর্ষণ
অনুভব করতে থাকেন অন্য নারীদের প্রতি। অনেকে জড়িয়ে যান পরকীয়াতেও! স্ত্রীর ওজন বৃদ্ধি, সন্তান হওয়া, কিংবা স্রেফ একঘেয়ে লাগছেইত্যাদি বাহানায় বাড়তে থাকে স্বামী-স্ত্রীর দূরত্ব। বিয়ের কিছু বছর যেতে না যেতেই সমস্যাটি প্রকট হয়ে ওঠে। আর সেটা হচ্ছে স্বামী-স্ত্রীর মাঝে যৌন আগ্রহ কমে যায়।
স্বামীরা কেন স্ত্রীর উপরে আগ্রহ হারিয়ে ফেলে ?
স্বামী স্ত্রীর সর্ম্পক থাকবে মধুর থাকবেনা কো বিভেদ থাকবেনা কোন দুরত্ব । কিন্তু বিশেষ কওে আমাদেও দেশে দিনে দিনে এই সমস্য প্রকট আকার ধারন করছে। মায়ার এ বন্ধনে আবদ্ব হয়ে বছর না ঘুরতেই নানা সব কারনে স্ত্রীর বা স্বামীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে,শুরু হয় নতুন করে দুরত্ব এর জন্য তো কারন রয়েছেই কিন্তু সেটি কি?
বিন্দু বিন্দু বালি জমে তৈরি হয় একটি বিশাল চর। ঠিক তেমনি করে আপনাদেও মধ্যে যদি যে কোন বিষয় নিয়ে চলতে ভুল বোঝাবোঝি বা পারিবারিক যে কোন বিষয় নিয়ে টুকটাক কলহ তাহলে কিন্তু সেই নদীর চরের মত ছোট ছোট বিষয়গুলো আস্তে আস্তে বড় চরের মত বাড়তে থাকে, এবং এই চর এতটাই বড় হয় পরবর্তীকে কিন্তু সেটিকে আর ঠিক করা অসম্ভব হয়ে পরে। তাই প্রতিদিনের ছোট খাট ভুল গুলো আমাদেও সম্পর্কেও মধ্যে কিন্তু দুরত্ব বাড়াতে থাকবে।

No comments

Thank you

Theme images by cstar55. Powered by Blogger.